ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:২৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী সাংবাদিককে প্রকাশ্যে চুম : প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার

স্টেডিয়ামের বাইরে লাইভ সম্প্রচার করছিলেন এক নারী সাংবাদিক৷ ওই অবস্থায় তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ রাশিয়ার মরডোভিয়া এরিনাতে বিশ্বকাপের পেরু বনাম ডেনমার্ক ম্যাচের পর ঘটনাটি ঘটে৷

 

স্প্যানিশ নিউজ চ্যানেল ডাচে ওয়েলার মহিলা সঞ্চালক জুলিয়েথ গনসালেস তেরান পরে তার সঙ্গে ঘটা ঘটনাটির ভিডিও নিজের ইন্সটাগ্রামে প্রকাশ করেন৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি প্রতিবাদে মুখর হয় সোশ্যাল মিডিয়া৷


জুলিয়েথ তেরান প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, মরডোভিয়া এরিনাতে স্টেডিয়ামের বাইরে নিজের নিউজ চ্যানেলের হয়ে সঞ্চালনার কাজে ব্যস্ত থাকাকালীন পাশ দিয়ে পেরনো এক ব্যক্তি হঠাৎ জড়িয়ে ধরেন তেরানকে এবং তাঁর বাঁ-গালে চুমু খেয়ে দ্রুত গতিতে পালিয়ে যান৷ কিন্তু ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত না হয়ে গিয়ে পেশাদারিত্ব দেখান জুলিয়েথ৷ স্বাভাবিক থেকে সঞ্চাচলার কাজ সম্পন্ন করেন৷

 

পেরু বনাম ডেনমার্ক ম্যাচে ঘটা এই ঘটনাটির কথা ভিডিওসহ নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে জুলিয়েথ লেখেন, সম্মান! এরকম ঘটনা আশা করতে পারছি না৷ আমাদের পেশাদারিত্বের সুযোগ নিয়ে কিছু মানুষ  এ ধরনের অসভ্য আচরণ করেন৷ ফুটবলের মত একটি আনন্দের খেলাতে এই সব একেবারেই অনভিপ্রেত৷

 

তিনি আরো বলেন, খবর সঞ্চালনা করার জন্য দু’ঘন্টারও বেশি সময় ধরে প্রস্তুতি নিতে হয় আমাদের৷ তাই খবর পরিবেশন করার সময় যাতে কোন রকম বিঘ্ন না ঘটে সেটা আমাকে দেখতে হয়৷ তাই লোকটি যখন আমার সঙ্গে এমন আচরণ করছিল কিছু করতে পারিনি৷ আমার কাজ শেষ করে ছেলেটিকে আর দেখতে পাইনি৷