দেশে অক্টোবরে মূল্যস্ফীতি ৯.৯৩ শতাংশ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার
প্রতীকী ছবি
দেশে অক্টোবর মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। গত মাসে এ হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক ছিলো ৯ দশমিক ৬৩ শতাংশ।
বিবিএস বলছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশে, সেপ্টেম্বরে যা ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া অক্টোবরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিলো ৮ দশমিক ৩ শতাংশ।
গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি শহরাঞ্চলকে ছাড়িয়ে গেছে। গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার সেপ্টেম্বরের ৯ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯ দশমিক ৯৯ শতাংশে উঠেছে।
