শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নেত্রকোনায় পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ। সে তুলনায় দাম কমেনি খুচরা বাজারে। জেলার বাইরে থেকে আসা সবজির দাম বাড়তি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে দ্রুতই সবজির দাম আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা।
নেত্রকোনার সবচেয়ে বড় বাজার মেছুয়া ঘুরে দেখা গেছে, বেগুন গত সপ্তাহের চেয়ে প্রতি কেজি ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ধনেপাতাও একশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে পেঁপে, লাল শাক, মুলা শাক, চিচিংগা ও মিষ্টি কুমড়ার। শিমের দামও কিছুটা বাড়তি।
মেছুয়া বাজারে পাইকারি দরে শিম ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ১১০ টাকা, চিচিংগা ২৫ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ১৮ থেকে ২০ টাকা, লাল শাক ১৬ থেকে ১৮ টাকা, মুলা শাক ১০-১২ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, ফুল কপি ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, করলা ৪০ টাকা এবং আলু ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা জামাল উদ্দিন জানান, তিনি হোস্টেলের খাবারের জন্য বেগুন কিনতে এসেছেন। আজকে মেছুয়া বাজারে বেগুন কেজিতে ৩৫ থেকে ৩৭ টাকা দাম চাচ্ছে। গত সপ্তাহে তিনি ১৭ টাকা কেজি দরে কিনেছিলেন এ বেগুন।
পাইকারি বাজারের বড় পাইকার আব্দুস সালাম জানান, এখানে অবরোধের তেমন প্রভাব পড়েনি। তবে যেদিন সবজি কম আসে, সেদিন কিছুটা দাম বাড়তি থাকে। খুব শিগগিরই দাম আরও কমবে।
