ঢাকা, শনিবার ২৭, জুলাই ২০২৪ ১৫:৫০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার

ঝড়বৃষ্টি থেকে বাঁচতে শিশুকে কোলে করে দৌড়াচ্ছেন একজন।

ঝড়বৃষ্টি থেকে বাঁচতে শিশুকে কোলে করে দৌড়াচ্ছেন একজন।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। আজ বিকেল সাড়ে ৪টা নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। 

আজ শুক্রবার বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

‘মিধিলি’ দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপৎ সংকেত নামিয়ে ৩ নম্বর দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর দেওয়া হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আজ শুক্রবার বেলা ১টার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসে। এরপর ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ে। 

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই ঘূর্ণিবায়ুর চক্র স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে হতে এক পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়বে।