ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ১৯:৩৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফাইনাল পরিত্যক্ত হলে শিরোপা কোন দলের

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার

বিশ্বকাপ ট্রফি নিয়ে পোজ দিলেন রোহিত ও কামিন্স।  ছবি: সংগৃহীত  

বিশ্বকাপ ট্রফি নিয়ে পোজ দিলেন রোহিত ও কামিন্স। ছবি: সংগৃহীত  

আগামীকাল রবিবার পর্দা নামছে ২০২৩ বিশ্বকাপ আসরের। কাল দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময়) ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যেখানে ঘরের মাঠে এবার ভারতের অপেক্ষা তৃতীয় শিরোপার।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে যদি বৃষ্টি হয় তাহলে কী হবে? আইসিসির নিয়ম বলছে, দুটি সেমিফাইনালের মতো ফাইনালেও বৃষ্টি হলে রিজার্ভ ডে থাকছে। যেখানে রবিবার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার একই অবস্থা থেকে ম্যাচ শুরু হবে।

তবে সোমবারও বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ মাঠে না গড়ায় সেক্ষেত্রে আর রিজার্ভ ডে দেওয়া হবে না। সেক্ষেত্রে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর ম্যাচ পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন হবে ভারত ও অস্ট্রেলিয়া।

আবহাওয়ার খবর অনুযায়ী আহমেদাবাদে রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দিন শুরু হতে পারে রৌদ্রোজ্জ্বল দিয়ে। আকাশও পরিস্কার থাকতে পারে। আর বৃষ্টি হলেও ম্যাচ ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো সম্ভাবনা নেই।