ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু দেবকে হত্যায় তথ্যমন্ত্রীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া গ্রামের পবিত্র দত্তের শিশুপুত্র দেব দত্তকে (৯) অপহরণ ও হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।


আজ সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, তথ্যমন্ত্রী বলেন, শিশু দেব দত্তের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ কঠোর শাস্তি হওয়া উচিত।


তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।


উল্লেখ্য, তৃতীয় শ্রেণীর ছাত্র দেব দত্তকে গত ৯ জুন সকালে অপহরণের পর হত্যা করা হয়। অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।