ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ২:৩৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ শুনবার (২৫ নভেম্বর)। এছাড়া আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত বিভিন্ন দেশে নানা কর্মসূচির মাধ্যমে এ পক্ষ পালিত হবে।

১৯৬০ সালের ২৫ নভেম্বর ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী সরকারবিরোধী মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্যরা ধর্ষণ ও হত্যা করেন। এই নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৯৮১ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় নারী সম্মেলন এই হত্যাকাণ্ডকে স্মরণ করে ২৫ নভেম্বরকে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস’ ঘোষণা করে। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে।

এদিকে, বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলোও এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে।