বিশ্বকাপে ৮৩ বছরের নারী স্বেচ্ছাসেবক
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক শহর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। খেলা উপলক্ষে অন্যান্য শহরের মত এ শহরেও কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক। সম্প্রতি এই শহরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্বেচ্ছাসেবকের পরিচয় পাওয়া গেছে, যিনি একজন নারী।
বয়স তার ৮৩। তিনি বিশ্বকাপে এই আয়োজক শহর সেন্ট পিটার্সবার্গের সবচেয়ে প্রবীণ স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি এই শহরেরই স্থায়ী বাসিন্দা।
নেভা নদীর তীরে গড়ে ওঠা সেন্ট পিটার্সবার্গকে বলা হয় রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী। বিশ্বকাপ উপলক্ষে এ শহরে ১৬ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৮৩ বছর বয়সী স্বেচ্ছাসেবকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সেন্ট পিটার্সবার্গের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণকেন্দ্রের প্রধান গিওর্গি বোরিসভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের শহুরে স্বেচ্ছাসেবকদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তির বয়স হচ্ছে ৮৩ বছর। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন এবং ফুটবল বিশ্বকাপকে আরও সুন্দরভাবে আয়োজন করতে সহযোগিতা করছেন।
সাংবাদিকেরা ওই রুশ নারীর পরিচয় জানতে চাইলে গিওর্গি বলেন, চাকরি থেকে অবসরগ্রহণের আগে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিশ্বকাপে নতুন প্রজন্মের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। তবে গণমাধ্যমের কাছে তার নাম প্রকাশ করা হয়নি।
সে যাই হোক, ৮৩ বছর বয়সেও তিনি যা করে দেখাচ্ছেন তা সত্যিই প্রশংসার যোগ্য।
