ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৫:২৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাথমিকের শিক্ষক নিয়োগ: আসন প্রতি লড়ছেন ১৩০ জন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রথম ধাপে দেশের তিন বিভাগের ১৮ জেলায় লিখিত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আসন প্রতি লড়ছেন প্রায় ১৩০ জন প্রার্থী। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় এই নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। চলবে ১১টা পর্যন্ত।

জানা যায়, রংপুর, সিলেট ও বরিশাল এই তিন বিভাগের ১৮ জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই হাজার ৭৭২টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়ছেন ১৩০ জন। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষাসংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।