ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২৩:২৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও অস্থির পেঁয়াজের বাজার 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে পেঁয়াজের বাজার অস্থির। প্রতি মুহুর্তে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০ টাকার বেশি। ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার পর দেশে পেঁয়াজের বাজারে রীতিমতো অস্থিরতা তৈরি হয়েছে। অবস্থা এমন হয়েছে যে, সকালে এক দাম তো বিকেলে আরেক দাম। 

এ অবস্থায় ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। বাজারের এই অস্থিরতায় অনেকে আবার একসঙ্গে বেশি পরিমাণে পেঁয়াজ কিনতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

শনিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৩০ থেকে ২৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা দুই দিন আগে গত বৃহস্পতিবার মানভেদে ১০০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

অর্থাৎ, দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১০০ টাকার বেশি বেড়েছে। 

পেঁয়াজ আমদানিকারকেরা বলেছেন, হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানান তারা। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে অভিযান চালানো হবে। 

এদিকে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। দেশের তদারকি সংস্থার উদাসীনতার কারণে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, বর্তমানে বাজারে যে পেঁয়াজ আছে তা আগের মজুত।

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারসহ বেশকিছু মুদি দোকান ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে। গত সেপ্টেম্বর মাসে বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো তিনটি কৃষিপণ্যের দাম বেঁধে দেয় সরকার। তার মধ্যে একটি পণ্য হচ্ছে দেশি পেঁয়াজ। বেঁধে দেয়া দাম অনুযায়ী, খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।

আজ রাজধানীর খোলা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২৪০ টাকা থেকে ২৫০ টাকা। আর আমদানি করা পেঁয়াজ ২০০ টাকা। পাশাপাশি রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি ২০০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৫০ টাকায়।

রাজধানীর কারওয়ান বাজারে কথা হয় মিঠু রহমানের সঙ্গে। বাজারে দামের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এক কেজি ইন্ডিয়ান পেঁয়াজ কিনলাম ২৪০ টাকায়। দুইদিন আগেও ইন্ডিয়ান পেয়াজ ছিল কেজি ১শ’ টাকা ছিল।

তিনি বলেন, ‘কিছু করার নাই তো। কারো তো এ ব্যাপারে মাথাব্যাথা নাই। আগে কিনতাম দুই কেজি, এখন কিনলাম এক কেজি।’