ঢাকা, বুধবার ১৫, মে ২০২৪ ৬:৫০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ্বৈত নাগরিকত্ব: প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার

বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদসহ ৩ জন। 

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা এই ৩ প্রার্থী হলেন-বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। দ্বৈত নাগরিকত্ব বিষয় আমলে নিয়ে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ইসি।

দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগের দুইজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন শুক্রবার ১৫ ডিসেম্বর বাতিল করে সিদ্ধান্ত জানায় ইসি। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়।

দ্বাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এখতিয়ারাধীন হাইকোর্টের পৃথক ডিভিশন বেঞ্চে এখন এসব রিটের ওপর শুনানি হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।