কাঁচাবাজারে দামের উত্তাপ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:০৩ এএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০১:২৫ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
আজ রোববার, কর্মব্যস্ত সপ্তাহের শুরু। অন্যান্য সময় সপ্তাহের প্রথমে সব কিছুর দাম কমলেও এ সপ্তাহে ঘড়ির কাটার বিপরীতে দিকে রাজধানীর বাজার। সব কিছুর দাম বাড়তি। অথচ ঈদের পরেও দাম ছিল বেশ কম।
আজ বাজারে ভিড় না দেখা গেলেও দামের কমতি নেই। বিক্রেতারা তাই আজ বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছেন।
অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশী দাম বেড়েছে মোটা চালের। রোববার রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৩৮ থেকে ৪২ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৪৭ থেকে ৫৪ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৫৮ থেকে ৬৬ টাকা কেজি দরে বিক্রি হয়।
রহিস এজেন্সির সত্ত্বাধীকারী মো. আব্দুল বাতেন বলেন, আমদানিকৃত চালের দাম বাড়ায় দেশীয় মিল মালিকরাও চালের দাম বাড়িয়েছে। তবে বাজারে এখন চালের সরবরাহ ভাল।
এদিকে চালের পাশাপাশি রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দর। গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।
ঈদুল ফিতরের পর সব সব্জির দাম চড়া। সবচেয়ে দাম বেড়েছে কাঁচা মরিচের। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি। বেগুন, ঢেঁড়স, পটল, ঝিঙা, কাকরোল, ধুন্দল, করলা, চিচিংগাসহ প্রায় সব সব্জিই বাজারে ভরপুর। তারপরেও সব্জির বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে সব কিছুর দাম। প্রতি কেজিতে ২-৩ টাকা বেশি। প্রতি কেজি কাঁকড়ল ৫০ টাকা , বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, শসা ৫০ টাকা, ঢেঁড়স, পটল ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৫০ টাকা, করল্লা ৫৫, চিচিঙ্গা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম বেড়েছে ডিমের। হালিতে ২ টাকা বেড়ে ফার্মের লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকায়। হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০ -১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
