নজরুল পরিষদ পদক পেলেন শাহীন সামাদ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার
নজরুল পরিষদ পদক পেলেন শাহীন সামাদ ও সুমন চৌধুরী। শনিবার শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে নজরুল পরিষদ পদক প্রদান করা হয় এ দুই গুণীনকে ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদিনের নজরুল উৎসব বসেছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। শনিবার শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে ‘সত্যের জয় হোক সাম্যের জয় হোক’ প্রতিপাদ্যে এই আয়োজনের উদ্বোধন করেন সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী।
সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বের শেষে ছিল পুরস্কার প্রদান আয়োজন। পুরস্কারপ্রাপ্ত শিল্পীদ্বয়ের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও উপহার তুলে দেন মোস্তফা জামান আব্বাসী।
অনুভূতি প্রকাশে শাহীন সামাদ বলেন, এটি আমাদেরই সংগঠন। এখান থেকে পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। আরও বেশি বেশি কাজ করতে হবে। সবাইকে এগিয়ে যেতে হবে।
এই অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন জেলা পর্যায়ের শিল্পীদের পাশাপাশি একক সঙ্গীত পরিবেশিত হয়। আজ রোববার আয়োজনের দ্বিতীয় দিনেও রয়েছে নজরুল সঙ্গীতের আসর। একই মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
