ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৩:২৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বুয়েটে ভর্তি পরীক্ষা তারিখ জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ জানা যাবে আজ মঙ্গলবার। ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডেকেছে পরীক্ষা আয়োজক কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. জীবন পোদ্দার সোমবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এটি এখনো চূড়ান্ত নয়। মঙ্গলবার সভা রয়েছে। ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

অধ্যাপক জীবন পোদ্দার আরও বলেন, মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সময়সূচির মধ্যে আরেকটির সময়সূচি পড়ে না যায়। সেজন্য খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুয়েট সূত্র জানায়, গত শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল, এবারও সে অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।
সূত্র আরও জানায়, মূলত দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নম্বর কাটা) থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।

সর্বশেষ শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট এক হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি করে সংরক্ষিত আসন ছিল। এবার ঠিক কত আসনে ভর্তি নেওয়া হবে, তা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।