রোনাল্ডো-মেসিহীন বিশ্বকাপ, গ্যালারিজুড়ে বিষণ্ণতা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১২:৩০ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
মেয়ে ফুটবলপ্রেমীদের স্বপ্নের রাজপুত্র ‘রোনাল্ডো-মেসি’। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পছন্দ করেন তাদের খেলা। শুধু বিশ্বকাপ বলে নয় বছরের ৩৬৫ দিন রোনাল্ডো-মেসির খেলা দেখেন মানুষ৷ এই দুই ফুটবলারের পায়ের জাদুতে মনের অসুখ সারে৷
কিন্তু শনিবারটা ছিল যেন বিশ্বকাপের তারা খসার রাত৷ প্রথমে স্পেনের কাছে হেরে মেসিদের বিদায়৷ কয়েক ঘণ্টা পর উরুগুয়ের ফুটবলাররা রোনাল্ডোর বিশ্বকাপ হাতে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ দুই তারকার বিদায়ের ছায়া পড়ল কাজান এবং ফিস্তের গ্যালারিতে৷ দুটো স্টেডিয়ামেই ক্যামেরাতে ধরা পড়ল বিষন্ন সমর্থকদের মুখ৷
তবে সিআর সেভেন এবং এলএম টেন-কে যে শুধু মস্কোর গ্যালারি মিস করবেন এমনটাতো নয়৷ এই দুই কিংবদন্তির ফুটবলারকে পুরো বিশ্বকাপ জুড়ে মিস করবেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপে দুই সুপারস্টারের বিদায়ের দিনে মিল রয়েছে অনেক৷ দুই তারকারই এটা ছিল অঘোষিত শেষ বিশ্বকাপ৷ দুজনেই ছিটকে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে৷ সেটাও একই দিনে৷ দুজনের দলই ছিটকে গেল এক গোলের ব্যবধানে৷ কাভানির উরুগুয়ের কাছে রোনাল্ডোর পর্তুগালের হার ২-১ গোলে৷ আর আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারে ৪-৩ গোলে৷ দুই ম্যাচেই কিন্তু তারকা রোনাল্ডো-মেসি গোল পাননি৷
ফ্যানেদের মনে এরাই কিন্তু ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বলে সন্মান পান৷ কী আশ্চর্য সেই তারকারাই নকআউট পর্বে চূড়ান্ত ব্যর্থ৷ মিল আরও আছে৷ রাশিয়ার মাটিতে দুই তারকাই গ্রুপ পর্বে একটি করে পোনাল্টি মিস করেছেন৷
