এসএমই পণ্য মেলা শুরুর তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫১ এএম, ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
১১তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে ২০২৪ সালের ২৯ ফ্রেব্রুয়ারি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সপ্তাহব্যাপী এ মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত। এক নোটিশে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।
নোটিশে বলা হয়, মেলায় স্টলের জন্য নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে। এবার স্টল ফি কেবলমাত্র পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, নভেম্বরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সমাপনী পরীক্ষা থাকায় উদ্যোক্তারা মেলার সময় পেছানোর অনুরোধ জানান। এরপর জাতীয় নির্বাচনের বাস্তবতা ও বাণিজ্যমেলার সময়ের কথা চিন্তা করে এসএমই মেলার সময় পিছিয়ে ফেব্রুয়ারির শেষে করা হয়েছে।
