রাজধানীতে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ১০:৫০ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে আমিরুন বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্বজনরা দাবি করছেন।
সকালে মীরহাজিরবাগ এলাকা থেকে অচেতন অবস্থায় আমিরুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সকালে রান্নাঘরে বসে শাশুড়ির সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলেন ছেলেবউ আয়শা আক্তার। শাশুড়িকে ঘরে রেখেই রুমের ভেতর চলে যান তিনি। পরে আয়শা ওই রুমে গিয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তার শাশুড়ি ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
