ঢাকা, শুক্রবার ১৭, মে ২০২৪ ১১:৪৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রতি ২ ঘণ্টায় কত ভোট পড়ল, জানা যাবে অ্যাপে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতি দুই ঘণ্টা পরপর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে অ্যাপসের মাধ্যমে ভোটাররা দেখতে পারবেন কত শতাংশ ভোট পড়ল।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে আমরা একটি অ্যাপ তৈরি করেছি, যেখানে দুই ঘণ্টা পরপর প্রতিটি কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল তা ইনপুট দেয়া হবে। মোবাইলের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করে সেটি সবাই জানতে পারবেন।


‘অ্যাপটি তৈরির উদ্দেশ্য হচ্ছে, ১০টার সময় দেখা গেল ১০ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ১২টার দিকে গিয়ে হঠাৎ ৮০ শতাংশ হয়ে গেল। এটি বিশ্বাসযোগ্য হবে না। এজন্য আমরা বিভিন্ন পরিমাপক নিয়েছি, যাতে ভোট গ্রহণের সত্যতা মানুষের মাঝে ফুটে ওঠে।’

সিইসি এ সময় আরও বলেন, ‘ব্যালট পেপার ভোটের দিন সকালে না গিয়ে যদি ১০ দিন বা ১০ মাস আগেও কেন্দ্রে যায়, তাহলেও প্রার্থীরা সকালে ভোটকেন্দ্রে অবস্থান করে তাদের পোলিং এজেন্টদের দিয়ে ব্যালট বাক্সগুলো খালি কি না- সেটা দেখে নিতে পারেন। আমরা প্রার্থীদের আস্থা অর্জনের জন্য বলেছি ব্যালট পেপার কেন্দ্রে সকালে যাবে। পোলিং এজেন্টরা অবশ্যই সেখানে দাঁড়িয়ে থেকে ব্যালট বাক্সগুলো খালি আছে কি না দেখতে পারেন।’

গত মঙ্গলবার চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।