ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ২০:৫৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রেনে আগুন: দগ্ধ ৮ রোগীর কেউ শঙ্কামুক্ত নয়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে নারী  ও শিশুসহ দগ্ধ  ৮ রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে তাই কেউ এখনো শঙ্কামুক্ত নন।

দগ্ধরা হলেন, আশিক মোহাম্মদ খান (৩০), ডাক্তার কৌশিক বিশ্বাস (৩২ ), মাসুদ আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রিহান (৬) , মোহাম্মদ ইকবাল হোসেন (৪৮) ও দিহান (১১ )।

আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারী ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লালসেন সাংবাদিকদের জানান, দগ্ধদের বার্ণের পরিমাণ কম হলেও তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় রোগীদের শঙ্কামুক্ত বলা যাবে না।

তিনি আরও বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্নের এইচডিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে চারজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।