নিনাদ হত্যা : ১৮ দিনেও কোনো ক্লু পায়নি পুলিশ!
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৪২ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৪:০৭ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
রাজধানীর খিলগাঁওয়ে শিশু সাফওয়ান আল নিনাদ হত্যার ১৮ দিন পার হলেও এখনও কুল পায়নি পুলিশ। এদিকে তদন্তে অবহেলার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ কারণে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তদন্ত হস্তান্তরের দাবি জানান তারা।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, বিভিন্ন কারণ সামনে রেখে শিশু নিনাদ হত্যার তদন্ত করা হচ্ছে। আশা করছি, শিগগিরই হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে চাইলে শিশু নিনাদের মামা সাংবাদিক এসএম মুন্না মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিনাদকে হত্যা করে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। আমরা খুনির বিচার চাই। তদন্তে যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে। আমরা চাই, ডিবি পুলিশ মামলাটি তদন্ত করুক।
পুলিশের ধারণা, শিশু নিনাদের লাশ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। লাশটি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ভ্যানের ভেতরে রাখা হয়েছিল। কিন্তু একটি শিশু খেলার সময় ভ্যানের ভাঙা অংশ দিয়ে নিনাদের হাত দেখতে পায়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, খিলগাঁওয়ের ভুঁইয়াপাড়ায় গত ১৫ জুন রাতে শিশু নিনাদকে হত্যা করা হয়। পরের দিন একটি বেকারির ভ্যান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
