ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ১৩:৩৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার

শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় বৃহস্পতিবার কুড়িগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, সরকারি নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জানায়, বৃহস্পতিবার ভোরে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এ সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান। সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, সকালে তারা যথারীতি স্কুলে আসেন, অ্যাসেম্বলি করার পর মেইলে স্কুল বন্ধের নির্দশনা আসে। সে অনুযায়ী স্কুল বন্ধ ঘোষণা করা হয়। 

স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী  বায়েজীদ বোস্তামী জানান, প্রচন্ড ঠান্ডার কারণে স্কুলে আসতে অনেক কষ্ট হতো। অনেকে অসুস্থ হয়ে পড়তো। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুশি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, সব প্রতিষ্ঠান প্রধানকে ইতোমধ্যে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেশ উদ্দিন সরকার জানান, পরবর্তী তাপমাত্রার উন্নতি হলে স্কুল খুলে দেয়া হবে।