ইত্তেফাকের সম্পাদক হলেন তাসমিমা হোসেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৩৬ এএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৯ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক হলেন তাসমিমা হোসেন। ২০১৪ সাল থেকে তিনি এ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাসমিমা হোসেন ১৯৮৮ সাল থেকে পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’ প্রকাশ এবং এর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার সম্পাদনায় ম্যাগাজিনটি জনপ্রিয়তা লাভ করে।
তাসমিমা হোসেন ১৯৫১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে পিরোজপুরের ভান্ডারিয়া-কাউখালি আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তাসমিমা হোসেন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান চেয়ারপারসন।
ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জননী। তার ছোট মেয়ে আনুশে হোসেনও যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত এবং জনপ্রিয় কলাম লেখক।
