’শিশু আইন-২০১৩ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩১ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১০:৪৬ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার
বাংলাদেশ সুপ্রীমকোর্ট আপীল বিভাগের বিচারপতি ইমান আলী শিশুদের ক্রিমিনাল জাস্টিস থেকে দূরে রেখে যথাসম্ভব তাদের মামলা থেকে রেহাই দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ শনিবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে ’শিশু আইন-২০১৩-এর কার্যকর বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সুপ্রীমকোর্ট স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটস-এর সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। শিশু আইন-২০১৩ সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন বিচারপতি নাঈমা হায়দার।
সুপ্রীমকোর্ট স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটস-এর সভাপতি বিচারপতি ইমান আলী বলেন, ৮/৯ বছরের কোন শিশু অপরাধ করতে পারে না। কোন অপরাধের সাথে অভিযুক্ত শিশুদের প্রতি সংবেদনশীল আচার-আচরণসহ তাদের যথাসম্ভব বিচারের ব্যবস্থা না করে আপোষ মীমাংসার মধ্য দিয়ে তাদের সংশোধন করার ব্যবস্থা করা জরুরী।
তিনি শিশুবান্ধব আইন-২০১৩ যথাযথভাবে বাস্তবায়নে শিশুদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি শিশুদের মামলা থেকে রেহাই দিতে কোর্টে যেন মামলা না যায় সেদিকে লক্ষ্য রাখতে প্রবেশন অফিসার এবং থানায় পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
