বাজারে পেঁয়াজ-মরিচের ঝাঁঝ বেশি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৯ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০১:৫৭ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার সব্জির বাজারে রাজত্ব চলছে মরিচের। এ পণ্যের দামের ঝালে সবাই অস্থির। কাঁচা মরিচের দাম খুচরা মূল্যে ১২০ টাকা।
অাজ সকালে কাওরান বাজার ঘুরে দেখা যায়, মানিকগঞ্জের ঝাল ‘বিন্দু মরিচ’ ১২০ টাকা। নওগাঁ দেশি মরিচ ১০০ টাকা কেজি। মরিচ ব্যবসায়ী রুম্মন বলেন, বন্যার প্রভাবে মরিচের দাম বাড়তি। মরিচের আমদানি কম থাকায় এর দাম আরও বেড়ে গেছে। এছাড়া প্রতি কেজি কাঁকড়ল ৩৫ টাকা , বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়স, পটল ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা, করল্লা ৪০, চিচিঙ্গা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মরিচের সাথে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। বড় দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৫০ টাকা এবং বড় ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। কাওরান বাজারের পেঁয়াজ বিক্রেতা জলিল বলেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। ভারতীয় পেঁয়াজের বাজারও আগের চেয়ে চড়া। এ দুইয়ে মিলে পেঁয়াজের দর বেড়েছে। তবে চীনা বড় রসুনের দর কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকায় নেমেছে।
রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়।
ফার্মের লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০ -১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
