ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ১২:৩৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খাদ্যের অভাবে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে দুই মাসের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। দেশটির বার্তা সংস্থা শিহাবের প্রতিবেদনে বলা হয়, মাহমুদ ফাত্তু নামের ওই শিশু গাজার আল-শিফা হাসপাতালে মারা গেছে। খবর বিবিসি, আল-জাজিরার।

এছাড়াও জ্বলানি ফুরিয়ে যাওয়ায় দেশটির হাসপাতালগুলোতে রোগীদের মৃত্যু সংখ্যাও বাড়ছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার সর্বত্র যুদ্ধ হওয়ায় সেখানে আশ্রয় নিয়েছিলো ঘরছাড়া প্রায় আড়াই লাখ ফিলিস্তিনি। সেখানেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ‘জিম্মি মুক্তি’ চুক্তিতে পৌঁছালে শেষ আশ্রয়স্থলে হামলা কিছুটা বিলম্বিত হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

খাদ্যের অভাবে উত্তর গাজায় দুই মাসের এক শিশু মারা গেছে। জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) বলছে, গত ২৩ জানুয়ারি উত্তর গাজায় শেষবার খাদ্য সরবরাহ করতে সক্ষম হয়েছিল তারা। তাই দুর্ভিক্ষ এড়াতে আরও সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তর গাজার অবস্থা বর্ণনা করা যায় না। হাসপাতালের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ডায়ালাইসিস ও নিবিড় পরিচর্যার রোগীরা মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। এছাড়াও জেনারেটর ও অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে গেছে। তবে ইসরায়েল-হামাস ‘যুদ্ধবিরতি চুক্তি’ এখনও আলোচনার অধীনে রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন-ওআইসি।

এদিকে গাজায় হামলার ঘটনা ও জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ঘেরাও করার জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন।