ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৩:৫২:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অমর একুশে বইমেলা শেষ হবে কাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ পিএম, ১ মার্চ ২০২৪ শুক্রবার

ছবি: উইমেননিউজ২৪.কম।

ছবি: উইমেননিউজ২৪.কম।

অমর একুশে বইমেলা শেষ হবে আগামীকাল শনিবার। পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় মুখরিত ছিল মাসব্যাপী এই বইমেলা। ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মেলার সমাপনী দিন থাকলেও প্রকাশকদের অনুরোধে মেলা আরও দুদিন বাড়ানো হয়। কাল শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সমাপনী হচ্ছে। 

এদিকে আজ অমর একুশে বইমেলার ৩০তম দিনে কবিতার বই ৯০টি, গল্পের বই ৩৫ টি, উপন্যাস ২৫টি, ছড়ার বই ৫টি, ইতিহাসের বই ৪টি, অন্যান্য বই ৮টিসহ নতুন বই এসেছে ২১৯টি।  

আগামীকাল ২ মার্চ শনিবার অমর একুশে বইমেলার সমাপনী দিন। মেলা শুরু হবে সকাল ১১ টায় এবং চলবে রাত ৯ টা পর্যন্ত।

অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান বিকেল ৫ টায় শুরু হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।