খালেদার জামিন আবেদনের শুনানি ৩১ জুলাই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২১ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৭:৪১ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হয়েছে। ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি নেত্রীর জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবীরা।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েসের আদালতে এই জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া।
জানা গেছে, আগামী ৩১ জুলাই এই আবেদনের ওপর শুনানি হবে। এর আগে গত ৫ জুলাই ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের পরই নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।
