গারো মা-মেয়ে হত্যা : প্রতিবেদন ১৩ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০১:০৪ এএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর কালাচাদপুরে গারো মা-মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন।
চলতি বছরের গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে নিহতদের ময়নাতদন্ত সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়।
