বাজারে দাম বাড়তি : নিয়ন্ত্রণ নেই কিছুতে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৩৭ এএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার
রাজধানীর বাজারে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। গত এক সপ্তাহের ব্যবধানে কোন কোন সবজি কেজিতে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। তবে পেঁয়াজের দাম কমতির দিকে। শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র পাওয়া যায়।
সবজির বাজারে কাঁচা মরিচের দাম আগের মতই। এছাড়া প্রতি বেগুন ৪০ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়স, পটল ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা, করল্লা ৪০, চিচিঙ্গা ৪০ টাকা , কাঁকড়ল ৩৫ টাকা, বড় দেশি পেঁয়াজ ৫৫ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৫০ টাকা এবং বড় ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চালের দাম আরও বাড়তে পারে জানান চাল ব্যবসায়ীরা। যদিও এর কোন যুক্তি তারা দেখাতে পারেনি।
মাছের বাজারে মাছের দাম যেন বেড়েই চলেছে। প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৬০-১৭০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা, কাচকি মাছ ২৫০ -২৬০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা, চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিম ব্যবসায়ীরা জানান ডিমের দাম আরও বাড়বে। ফার্মের সাদা ডিম একশ পিস পাইকারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭২০ টাকা টাকায়। ফার্মের লাল ডিম একশ পিস পাইকারি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৬০ টাকায়।
৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন বাজারে বিভিন্ন জাতের হাঁস পাওয়া যাচ্ছে। প্রতি পিস হাঁস ওজনভেদে ৩০০ থেকে শুরু করে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
