এবার কিশোরীদের লক্ষ্য সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০২ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৫৭ পিএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
চলছে বিশ্বকাপ ফুটবল। দেশের ফুটবলে পুরুষরা যখন হতাশ করেছে তখন আশা ভরসা নারী ফুটবলারদের ঘিরে। গেল বছর সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে নারীরা।
এবার শিরোপা ধরে রাখার মিশনে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামী ৬ আগস্ট ভুটান যাবে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের শিরোপা জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এ আসরেও ভাল কিছু করতে চায় বাংলার কিশোরীরা।
কোচের মতে, শক্তিশালী দলগুলো থাকায় টুর্নামেন্টে ভাল কিছু করতে হলে ফুটবলারদের খেলতে হবে নিজেদের সেরাটা। তাই অনুশীলনে ব্যস্ত আখি সানজিদারা।
আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই অংশ নিচ্ছে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপে। যেখানে রয়েছে ভারত, পাকিস্তান স্বাগতিক ভুটানের মতো শক্ত প্রতিপক্ষ। তাই কোচের মতে, ভালো কিছু করতে হলে ফুটবলারদের খেলতে হবে তেমনভাবেই। কোন রিস্ক নেওয়া যাবেনা।
টুর্নামেন্টে অংশ নিতে ৬ আগস্ট ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। তার আগ পর্যন্ত বেশ জোরেশোরেই অনুশীলন চালিয়ে যাচ্ছে কিশোরীরা।
