বিজয়ীর বেশে দেশে ফিরেছেন সালমারা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:১৩ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ১০:১৪ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি ও বিশ্বকাপ বাছাইপর্বে উত্তরণের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সোমবার মিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সালমা-জাহানারা-রুমানারা।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বিমানবন্দরে উপস্থিত থেকে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়াও তাদের মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে দেশ ছাড়ার সময় বাংলাদেশ নারী দলের মাথায় ছিল এই ফরম্যাটের এশিয়ার সেরা মুকুট। মাত্র এক মাস আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ইতিহাস গড়ে ভারতকে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রুমানা, সালমারা। ফাইনালে ওঠার পরই তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয়। টুর্নামেন্টে সব ম্যাচেই জিতেছে টাইগ্রেসরা। ফাইনালে তারা হারায় তুলনামূলক শক্তিশালী আয়ারল্যান্ডকে। বাছাই পর্বের আগে এ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন- ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল জাহানারা, সালমারা।
টাইগ্রেসরা শুধু চ্যাম্পিয়নই হয়নি। এবার তারা করেছে একর পর এক রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জেতার ঘটনা এই দলের জন্য দেশের বাইরে প্রথম। আবার এই সিরিজেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন জাহানারা আলম।
এরপর বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফাহিমা খাতুনের হ্যাটট্রিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম। ফাইনালে ৫ উইকেট নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন পান্না ঘোষ। আয়ারল্যান্ড সিরিজে পেসার জাহানারার ২৮ রানে ৫ উইকেট নেওয়াটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কারো সেরা বোলিং। ফাইনালের সেরা খেলোয়াড় পান্না তাকেও ছাড়িয়ে গেছেন মাত্র ১৬ রান খরচে।
বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায়, মূল পর্বে ভালো খেলার আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন অধিনায়ক সালমা খাতুন। বিমানবন্দরে নেমে অধিনায়ক তিনি বলেন, এবার মিশন বিশ্বকাপ। ভালো খেলতে বদ্ধপরিকর দলের সকলে।
আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকছেন ক্রিকেটাররা। তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা রয়েছে সালমাদের। আগামী ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৯ নভেম্বর উদ্বোধনী দিনই বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
