ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১২:৪৩:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কর্মকমিশনের নতুন সদস্যের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ১৮ জুলাই ২০১৮ বুধবার

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) নবনিযুক্ত সদস্য ড. নুরজাহান বেগম শপথ গ্রহণ করেছেন। তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।



আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত এই সদস্যকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ শপথ বাক্য পাঠ করান।



শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সদস্যরা এবং সচিব আকতারী মমতাজ ও অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।