ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৫:৩৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০১ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাস করেছে। যা গতবার ছিল ৫৩২টি। ফলে গতবারের চেয়ে কমেছে ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠান। বিগত বছরের মতো এ বছরও এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৭২। তবে এ বছর ১৭টি প্রতিষ্ঠান কমে দাঁড়িয়েছে ৫৫টিতে।

 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি এসব তথ্য জানান।


এর আগে আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ। এ বছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি।

 

পাসের হার কমার বিষয়কে শিক্ষায় সংখ্যাগত উন্নতি বলে মনে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হতাশ নন। শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে খাতা মূল্যায়নে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।