মেয়েদের হকি বিশ্বকাপে ভারতের পতাকার অবমাননা!
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার
এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপের একটি ইভেন্টে ভারতের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে৷ বিশ্বকাপের আয়োজকদের পক্ষ থেকে লন্ডনে টেমস নদীর পাড়ে আয়োজিত একটি ইভেন্টে আমন্ত্রণ জানানো হয় অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়িকাদের৷
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ভারতের হকি দলের ক্যাপ্টেন রাণী রামপাল৷ এই অনুষ্ঠানেই ভারতের জাতীয় পতাকার চিরাচরিত রুপে কাঁচি চালানো হয়৷
হকি ওয়ার্ল্ড নিউজ নামে একটি সংস্থার টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায় ভারতের পতাকা থেকে বাদ দেওয়া হয়েছে অশোক চক্র চিহ্নটি৷ বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ ভারতের হকি ফেডারেশন এবং সমর্থকরা৷ সোশ্যাল মিডিয়াতেও পুরো ঘটনার সমালোচনা করেন ফ্যান থেকে হকির সঙ্গে জড়িত থাকা ব্যক্তিত্বরা৷ এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপের মতো একটি বড় ইভেন্টে এরকম ঘটনা কী করে ঘটে তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে৷
ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা থেকে অশোকচক্র বাদ দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে লন্ডনে উইমেন হকি ওয়ার্ল্ড কাপের আয়োজকরা৷ ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য লন্ডনে উপস্থিত ভারতীয় হকিদলের খেলোয়াড় এবং আধিকারিকরা সংশ্লিষ্ট সংস্থাকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন৷ ২১ জুলাই আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ৷
১৯৭৪ সাল থেকে শুরু হওয়া হকির এই ইভেন্টটিতে ভারতের নারী হকিদল এর আগে মোট ছবার অংশ নিয়েছে৷ ইভেন্টির শুরুর বছরই সর্বোচ্চ চতুর্থস্থানে শেষ করেছিল ভারত৷ এবছরও লন্ডনে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে সপ্তমবারের জন্য অংশ নিতে চলেছে ভারতের নারী হকি দল৷ নিজেরদের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরির ব্যাপারেও আশাবাদী ভারতের মেয়েরা৷
