রাজধানীর কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মগেট থেকে সায়েন্স ল্যাবরেটরির পশ্চিম পাশে, কলাবাগান, বশিরউদ্দিন রোডের উভয় দিকে, ধানমন্ডি থানা, রাজাবাজার থেকে ইন্দিরা রোড ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ আজ সকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে। পাইপ লাইন স্থানান্তর কাজ শেষ হওয়া মাত্র গ্যাস সরবরাহ শুরু হবে।
