ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমাকে এতিম করে, তারাই সান্ত্বনা দেয়: আনারকন্যা ডরিন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলকাতায় নৃশংস হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, যারা আমার বাবাকে হত্যা করেছে, তারাই আবার সান্ত্বনা দেয়-তোমার পাশে আছি। ওরা আমাকে এতিম করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে কথা দিয়েছেন। বাবা নিখোঁজ হওয়ার পর থেকে আমি কাউকে দোষারোপ করিনি। শুধু বাবা হত্যার বিচার চেয়েছি।
বুধবার (১৯ জুন) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ে সড়কের রঘুনাথপুর বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মুমতারিন ফেরদৌস ডরিন আরও বলেন, ‘আমি কাউকে সন্দেহ করিনি। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তাদের নামও আমি বলিনি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে। আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রশাসন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে আটক করেছে। আমি তো কারও নাম বলিনি। তাহলে কেন এখন বলা হচ্ছে, তাদের ফাঁসানো হচ্ছে? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমার বাবার হত্যার বিচার করবে।’
মানববন্ধনে বক্তারা দাবি করেন, তাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমপি আনারকে হত্যা করা হয়েছে। এ হত্যায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, আওয়ামী লীগ নেতা রাশেদ সমশের প্রমুখ।