ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১:৪৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বাজার ক্রেতাশূন্য

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বর্ষাকালটা যেন এরকমই। হুটহাট করে বেড়ে যায় সবকিছুর দাম। আজ মঙ্গলবার বৃষ্টির কারণে বাজার প্রায় ক্রেতাশূন্য। এদিকে গত কয়েকদিনের তীব্র গরম থেমে গেলেও রাজধানীর বাজারে দামের উত্তাপ কমার কোনো লক্ষণ নেই।


আজ রাজধানীর বাজারে ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যা বেশি দেখা গেল। সবজির বাজার ঘুরে দেখা যায়, পটল, ঢেঁড়স, শসা, করলা, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। টমেটো, গাজর কেজি প্রতি ৮০ টাকা, পুইশাক দুই আটি ৫০ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সম্প্রতি দাম বেড়ে যাওয়া দেশি পেঁয়াজও বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।

 

ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন কিনতে হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। এ ছাড়া বাজারে প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। ফার্মের মুরগির সাদা ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬৫ টাকায় বিক্রি হয়েছে। পাকিস্তানি মুরগি আকারভেদে ১৫০-৩০০ টাকা, লেয়ার প্রতি কেজি ২০০ টাকা ও গরুর মাংস ৪৭০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম বেড়েছে, তাই খুচরায় তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি। মিনিকেট ও নাজিরশাইল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৬৫ টাকায়। এছাড়া বিআর-২৮ বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা কেজি দরে।


রাজধানীর বিভিন্ন বাজারে রুই ও কাতলা প্রতি কেজি ২৩০-৩০০ টাকায় বিক্রি হয়েছে, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার, মাঝারি ৭০০ টাকা ও ছোট আকারের চিংড়ি ৫০০ টাকা কেজি বিক্রি হয়েছে। তেলাপিয়া প্রতি কেজি ১৩০-১৪০ টাকা, কই ১৪৫-১৫৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সিলভার কার্প ১০০-১৩০ টাকা কেজি, পাবদা ৪০০-৪৫০ টাকা, পাঙ্গাশ ১১০-১৩০ টাকা, নলা ১২৫-১৩৫ টাকা ও সরপুঁটি ১৪০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।