ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ০:০৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওজিলের পাশে সানিয়া মির্জা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

বর্ণবেষম্যের অভিযোগে জার্মানি জাতীয় দল থেকে অবসর নেয়া মেসুত ওজিলকে নিয়ে আলোচনা এখন সর্বত্র। এবার ওজিলের পক্ষে দাড়ালেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বললেন, মানুষ হিসেবে সঠিক কাজটি করেছেন ওজিল।


সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই সানিয়া কোর্টের বাইরে। কিন্তু ক্রীড়া দুনিয়ার সমস্ত খবরই তার কাছে রয়েছে। ওজিলকে নিয়ে সৃষ্ট ঘটনায় নিজেও কষ্ট পেয়েছেন সানিয়া।


সানিয়া ওজিলের সেই দীর্ঘ বিবৃতি তুলে দিয়ে লেখেন, ‘একজন অ্যাথলেটের জন্য এটা দুঃখের দিন। তার থেকেও বড় একজন মানুষের জন্য। মেসুত ওজিল, আপনি বর্ণবৈষম্যের কথা বলেছেন, কোনো অবস্থাতেই যা মেনে নেয়া যায় না। যদি এটা সত্যি হয়, তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।’