মালিবাগে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর মালিবাগে নিজ ঘর থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার মালিহা (১৫)। সে মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
মঙ্গলবার রাতে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার মালিহা স্কুল থেকে ফিরে নিজ রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
