রাজধানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নামপরিচয় জানা যায়নি।তবে তিনি ওই এলাকায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) মর্গে রাখা হয়েছে ।
