আবারও বর্ণবাদের শিকার সেরেনা উইলিয়ামস
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
আবারও বর্ণবাদের শিকার সেরেনা উইলিয়ামস! ডোপ টেস্ট। টেনিস তারকারা নিষিদ্ধ কোনো মাদক বা ওষুধ গ্রহণ করেন কি না এই টেস্টের মাধ্যমে তা বেরিয়ে আসে। আর্ন্তজাতিক প্রত্যেক টেনিস খেলোয়াড়কে ডোপ টেস্ট করতে হয়। তাই বলে সাত মাসে পাঁচবার ডোপ পরীক্ষা তাও কোন কারণ ছাড়া বিষয়টি পক্ষপাতদুষ্ট হয়ে গেলনা?এ অমানবিক আচরণ করা হয়েছে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সাথে।
এভাবে নতুন করে বর্ণবাদী বৈষ্যমের শিকার হয়েছেন সেরেনা। অবশ্য বিষয়টি তার কাছে নতুন কিছু নয়। টেনিস কোর্টে কিংবা কোর্টের বাইরে এর আগেও বহুবার বর্ণবাদী বৈষ্যমের শিকার হয়েছেন মার্কিন টেনিস তারকা। তবে এবার যেন সব মাত্রা অতিক্রম করে গেছে।
যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশিবার ডোপ টেস্টের মুখোমুখি হতে হয়নি কাউকে। শুধু ২০১৮ সালেই পাঁচবার সেরেনাকে দিতে হয়েছে ডোপ পরীক্ষা। নিষিদ্ধ কোনো মাদক বা ওষুধ তিনি গ্রহণ করেন না, তার প্রমাণ দিতে হয়েছে বারবার। এতবার ডোপ টেস্টের সামনে পড়ে সেরেনার মনে হচ্ছে তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে টেনিস ফেডারেশন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সেরেনা লিখেছেন, ‘সময় এখন এমন হয়েছে যে, যখন ইচ্ছা ড্রাগ টেস্টে ডাকা হবে এবং শুধু সেরেনাকেই ডাকা হবে। এটা ইতোমধ্যেই প্রমাণিত যে, খেলোয়াড়দের মধ্যে আমাকেই সবচেয়ে বেশি ডোপ টেস্ট দিতে হয়েছে। এটাকে বৈষম্য বলা যায়? আমার মনে হয় অবশ্যই।’
বিষয়টি নিয়ে অনেকটাই মর্মাহত নারী টেনিসে সবচেয়ে বেশি গ্রান্ডস্লামজয়ী এ তারকা।
