মেঘের কারণে চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ায় অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:২৭ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৩৫ পিএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে আগ্রহী দেশবাসী৷ কিন্তু যে হারে বৃষ্টি শুরু হয়েছে এবং যেভাবে আকাশের মুখ ভার, তাতে আশঙ্কা জন্মাচ্ছে যে চাঁদের মুখই হয়তো দেখা যাবে না৷
ভরসা যোগাচ্ছেন না আবহাওয়াবিদরাও৷ তাদের মতে, আজ রাতে হালকা মেঘ থাকবে আকাশে৷ ফলে ঢাকা পড়তে পারে চন্দ্রগ্রহণ৷ শুক্রবার রাতে আকাশে মেঘ থাকলেও, সঙ্গে থাকবে বৃষ্টি৷ তাই প্রতিকূলতাকে পাশ কাটিয়ে চাঁদের দেখা পাওয়ার আশা আজ প্রায় নেই বললেই চলে৷
আবহাওয়া অধিদপ্তর বলছে, জোড়া মৌসুমি অক্ষরেখার জেরে সারাদিন যেমন বৃষ্টির খেলা চলেছে শহর জুড়ে৷ তার ব্যতিক্রম হবে না রাতেও৷ আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন টানা ১০৩ মিনিটের বেশি সময় ধরে ঘটবে এই মহাজাগতিক ঘটনা, যা দীর্ঘতম চন্দ্র গ্রহণের থেকে চার মিনিট কম। পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবথেকে পরিষ্কার দেখা যাবে গ্রহণ। আমেরিকায় ৮৩ মিনিট দেখা গেলেও ওই সমস্ত অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ। তবে আবহাওয়া ভালো থাকাটাও গ্রহণ দর্শনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
ফলে আজ হয়তো চাঁদ দেখা কপালে নেই দেশবাসীর৷ কাছে থেকে মঙ্গল দর্শণের অপেক্ষায় থাকতে হবে সবাইকে।
