ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ২:৩৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন আইজিপি হলেন ময়নুল ইসলাম

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৭ আগস্ট ২০২৪ বুধবার

নতুন আইজিপি হলেন ময়নুল ইসলাম

নতুন আইজিপি হলেন ময়নুল ইসলাম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মো.ময়নুল ইসলাম। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল, ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে অব্যাহতি দেয়া হয়।