ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ১:২৮:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৎ উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে চাই: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেছেন, সৎ উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে চাই।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণভবনে শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, এখনো আমরা সবাই এক সঙ্গে বসতে পারিনি। পরবর্তীতে বসে সব বিষয় ঠিক করা হবে। সৎ উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে চাই।


তিনি বলেন, আগে এই সরকারকে ছাত্র-ছাত্রীদের যে আন্দোলন দাবি ছিল তা পূরণ করতে হবে। ছাত্র আন্দোলনের সঙ্গে যারা নেমেছিল তারা একেবারেই সাধারণ মানুষ। সবার দাবির প্রতি গুরুত্ব দিতে হবে। সব মিলিয়ে আমাদের অনেক দায়বদ্ধতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের সাধারণ জনগণ যে কষ্ট পাচ্ছে, সে দিকগুলো নিয়েও গুরুত্ব সহকারে কাজ করতে হবে।