ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৫৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাষ্ট্রীয় সম্পদ রক্ষার শপথ নিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার শহীদ হাদিস পার্কে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে এবং দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে তাদের স্মরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন ‘কারো কথায় আমরা কোনো রাষ্ট্রীয় সম্পত্তিতে হানা দেবো না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। আমরা এই সম্পদ রক্ষা করবো।’

এসময় ছাত্র নেতা ফারহান ইশরাক অক্ষর গণমাধ্যমকে বলেন, আমরা এক অপশক্তিকে হটিয়ে আরেক অপশক্তিকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা আর কোনো অপশক্তিকে মেনে নেবো না। আমরা চাই ছাত্রদের অধিকার যেন কোনো সময় খর্ব না হয়।