ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৫৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জবির উপাচার্য, প্রক্টরিয়াল বডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলামসহ পুরো প্রক্টরিয়াল বডি।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগের বিষয়টি উপাচার্য নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি বরাবর আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

এদিকে উপাচার্যের পাশাপাশি পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম। তিনি নিজেই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার পতনের পর ছাত্রদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। তার ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করলেন।