ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ১৪:৩২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যে কারণে বাতিল হলো ১৫ আগস্টের ছুটি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৪ আগস্ট ২০২৪ বুধবার

লোগো

লোগো

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ব্যাপক ঐক্যমত্য হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিন সরকারি ছুটি ছিল।