ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৫৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউরোপে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সুইডেনের বাসিন্দা। বৃহস্পতিবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সুইডেনের স্যোশাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী জ্যাকব ফোর্সমেড। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আজ বিকেলে আমরা সংবাদ পেলাম যে আমাদের দেশে এমপক্সে (মাঙ্কিপক্স) আক্রান্ত একজন রোগী রয়েছেন। তিনি মাঙ্কিপক্স বিপজ্জনক ধরন ক্ল্যাড ওয়ানে আক্রান্ত। আমার জানামতে ইউরোপে তিনিই এই রোগে প্রথম আক্রান্ত ব্যক্তি।”

মাঙ্কিপক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু’র মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।

মাঙ্কিপক্স ত্বকের ক্ষত সৃষ্টি করে এবং মারাত্মক হতে পারে, এ রোগে আক্রান্ত ১০০ রোগীর মধ্যে চারজন মারা যায়। বর্তমানে মাঙ্কিপক্সের দু’টি ধরন সম্পর্কে জানা গেছে— ক্ল্যাড ১ এবং ক্ল্যাড ২। ক্ল্যাড ১ ধরনটি বেশি শক্তিশালী।


সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অলিভিয়া উইগজেল জানান, আক্রান্ত ওই ব্যক্তি কিছুদিন আগে কঙ্গো সফরে গিয়েছিলেন। সেখানেই এই রোগে আক্রান্ত হন তিনি।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট