ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১২:০৭ এএম, ১ আগস্ট ২০১৮ বুধবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ রোববার এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খোলোয়াড় , কোচ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।


এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ১৮ রানে জিতে ২-১ এ সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ২০০৯ সালের পর এশিয়ার বাইরে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।