ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৫৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উপাচার্য হিসেবে যেমন শিক্ষক চান শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: ফোকাস বাংলা  

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: ফোকাস বাংলা  

দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে। এতে ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষা। স্থবির হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য তালিকা তৈরি করা হচ্ছে। তিন যোগ্যতায় এগিয়ে থাকা শিক্ষকদের মধ্যে যারা সবার কাছে গ্রহণযোগ্য, তাদের উপাচার্য হিসেবে নিয়োগের চেষ্টা চলছে।  

উপাচার্য নিয়োগের বিষয়ে আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগে যে সুবিধা ছিল, বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের শিক্ষকদের একটা সংগঠন থাকে। সেখান থেকে টেনে একজনকে উপাচার্য বানিয়ে দেওয়া হতো। আমাদের ক্ষেত্রে তো সেই সুযোগ পাচ্ছি না। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে আমরা চিনি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

উপাচার্যদের যোগ্যতা সম্পর্কে জানাতে গিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতার দিক থেকে যারা সকলের কাছে গ্রহণযোগ্য—এরকম শিক্ষকদের তালিকা তৈরি করছি। যত দ্রুত সম্ভব আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেব।’